জাজাফী
(মিফরা ও ফাহিমের জন্য)

চলে গেল ভাই আজ ঢাকাতে সে থাকবে
আগের মতই কি সে মনে করে রাখবে।

হবেনা যে খুনসুটি রোজ রাতে আড্ডা
ভাই রবে গুলশান বনানী কি বাড্ডা।

ভাইটা অনেক দূরে বোন রবে জেলাতে
ফোন করে শান্তনা দেবে বেলা ও বেলাতে।

ঈদ এলে দেখা হবে সেটা যেন এক যুগ
ভাই গেল সাথে করে নিয়ে গেল সব সুখ।

ভাই তুমি যেথা থাক রোজ রাতে করো ফোন
তোমার আদর পেতে বসে রবে ছোট বোন।
Views: 89 | Added by: zazafee8516 | Date: 09.02.2014 | Comments (0)

তানজিম সাজিদ দৃশ্য যশোর জিলাস্কুল চতুর্থ শ্রেনী একটি কবিতা ছোট নদীর সাদা বক ঐ যে ছোট নদীতে উড়ে আসে সাদা বক টুপটুপ করে খায় নদীটির মাছ মাছ না পেলে থাবা দেয় নদীর পানিতে নদী রেগে বলে এই থাবা দিয়োনা লাগে বড় দিলে মনে হয় পাথর ফেলল বুকে বক রেগে উড়ে যায় আসে তিন দিন পরে নদী বককে দেখে বলে কী হলরে বক কুড়ে বক বলে কোন নদীতে মাছ পেলাম না তাই উড়ে এলাম রে।

Views: 89 | Added by: zazafee | Date: 08.10.2014 | Comments (0)

তানজিম সাজিদ দৃশ্য যশোর জিলাস্কুল চতুর্থ শ্রেনী একটি কবিতা ছোট নদীর সাদা বক ঐ যে ছোট নদীতে উড়ে আসে সাদা বক টুপটুপ করে খায় নদীটির মাছ মাছ না পেলে থাবা দেয় নদীর পানিতে নদী রেগে বলে এই থাবা দিয়োনা লাগে বড় দিলে মনে হয় পাথর ফেলল বুকে বক রেগে উড়ে যায় আসে তিন দিন পরে নদী বককে দেখে বলে কী হলরে বক কুড়ে বক বলে কোন নদীতে মাছ পেলাম না তাই উড়ে এলাম রে।

Views: 94 | Added by: zazafee | Date: 08.10.2014 | Comments (0)